টানা চারবার এমপি হলেন টিউলিপ সিদ্দিক
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক টানা চতুর্থবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জিতেছেন।
শুক্রবার (৫ জুলাই) সকালে ব্রিটিশ পার্লামেন্টের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ২৩ হাজার ৪৩২ ভোট পেয়ে লেবার পার্টির এমপি হিসেবে জয় লাভ করেন টিউলিপ সিদ্দিক। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে ভোটে লড়েন তিনি।
নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভের ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র আট হাজার ৪৬২ ভোট। ২০১৯ সালের নির্বাচনের চেয়ে এ বছরের টিউলিপের ভোট বেড়েছে দশমিক ৭ শতাংশ। লেবার পার্টির এমপি হিসাবে নানা শ্যাডো দায়িত্ব পালনকারী টিউলিপ এবার মন্ত্রী হতে পারেন।
নির্বাচনে জয়ের পর এক প্রতিক্রিয়ায় টিউলিপ বলেছেন, যারা তাকে ভোট দিয়েছেন তাদের জানাই ধন্যবাদ। আর যারা ভোট দেয়নি আমি তাদেরও এমপি।