টাঙ্গাইলে স্বাস্থসেবার মান উন্নয়নের করণীয় বিষয়ে মতবিনিময়
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইল জেলায় স্বাস্থ সেবার মানোন্নয়নে করণীয় ও সমস্যাগুলো চিহ্নিতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৬ জুলাই) শেখ হাসিনা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় বরেণ্য অতিথি ছিলেন, শিক্ষাপ প্রতিমন্ত্রী বেগম শামছুন নাহার চাপা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কমান্ডার ইন চীফ আবদুল লতিফ সিদ্দিকী এমপি, জেনারেল হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল আমিন মিঞা, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল বিএমএ’র সভাপতি ডা. সৈয়দ ইবনে সাঈদ, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান, শেখ হাসিনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. রেহেনা পারভীন, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন প্রমুখ।