টাঙ্গাইলে বিশ্ব ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে বিশ্ব ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক সিকদার শাহীনুর আলম, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সভাপতি আবু জুবায়ের উজ্জল ও মানবাধিকার সংস্থা “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল)’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এ সময় ব্যবসায়ী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেয়ার দাবি জানান। রমজান মাসে প্রতিনিয়ত বাজার তদারকির আহবান জানানো হয়। যাতে বাজারে অসাধু ব্যবসায়ীরা উচ্চ মুল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতে না পারে।
বক্তারা আরো বলেন, অসাধু ব্যবসায়ীদের দ্বারা ভোক্তার অধিকার ক্ষুন্ন হওয়ার পরেও, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল অফিসে অভিযোগ করে তারা কোন প্রতিকার পাচ্ছে না। এ ব্যাপারে জেলা প্রশাসন’সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভোক্তারা।