টাঙ্গাইলে পুলিশ সুপার যোগদান উপলক্ষে বিশেষ সভা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে নবাগত পুলিশ সুপার মো. গোলাম সবুর পিপিএম-সেবা যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুলাই) এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান হয়। সভায় পুলিশ সদস্যরা নবাগত পুলিশ সুপারের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় এবং জেলা পুলিশের সদস্যদের সুযোগ-সুবিধা, কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বিশেষ কল্যাণ সভায় নবাগত পুলিশ সুপার দুর্নীতি ও পেশাগত অসততার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি থানায় আগত সেবাপ্রত্যাশী মানুষের সাথে সংবেদনশীল ও উত্তম আচরণ প্রদর্শন করে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে প্রতিপালনের নির্দেশ প্রদান করেন।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।