দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বললেন ড. কামাল
টাকা দিয়ে ভোট পাওয়া গেলেও মানুষের আস্থা পাওয়া যায় না
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
গণঅভ্যুত্থানের ফল যেন জনগণ ভোগ করতে পারে, এজন্য নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. কামাল হোসেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় ড. কামাল হোসেন বলেন, আওয়ামী লীগের আমলে লুটপাট আর পাচার করে তাদের কিছু মানুষের উন্নতি হয়েছে। দেশের মানুষের জীবনমানের কোন উন্নতি হয়নি। নতুন বাংলাদেশে মন্ত্রী হওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই।
গণফোরামের প্রতিষ্ঠাতা আরও বলেন, টাকাপয়সা দিয়ে ভোট পাওয়া গেলেও মানুষের আস্থা পাওয়া যায় না। তাই জনগণকে সাথে নিয়ে নিজ এলাকায় নেতাকর্মীদের কাজ করতে হবে। দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আকাঙ্খায় ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে দেশ স্বৈরাচারমুক্ত করেছে।
উল্লেখ্য, বিভক্তি ভুলে একসাথে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে গণফোরাম। দ্রুত ঐক্যবদ্ধভাবে জাতীয় কাউন্সিল করার ঘোষণা দেন দলের নেতারা।