ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ৫ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় লাউজানী কমপ্লেক্সে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসেনের জামায়াতের প্রার্থী, শিশু ও হৃদরোগ কনসালটেন্ট ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ মিজানুর রহমান।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কর্মপরিষদ সদস্য শেখ আব্দুর রকীম, মশিউর রহমান, ফখরুল ইসলাম, আবিদুর রহমান, নাভারণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ প্রমুখ। এদিন ৫শতাধিক অসহায় মানুষের মাঝে পবিত্র রমজানের খাদ্য সামগ্রী চাল,ডাল, তেল, চিনি, সোলা বিতরণ করা হয়েছে।