ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জোড়া খুনে ৬ আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি


কুমিল্লার সদর দক্ষিণের ধনাইতরীতে জমিসংক্রান্ত বিরোধে জোড়া খুনের মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- তোফায়েল আহমেদ তোতা (৩৮), কামাল হোসেন (৪৮), মো. মামুন (২৮),আলমগীর হোসেন (৩৮), মো. বাবুল (৩৫) ও হারুনুর রশিদ (৪৫)।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো- হায়দার আলী (৬৫), আবদুল মান্নান (৩২),আবুল বাশার (২৮), জাকির হোসেন (৩৪), জামাল হোসেন (৪৫), আবদুল কাদের (৩২) ও আবদুল কুদ্দুস (৪৫)।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে দুই আসামি মো. আমান (৪০) ও মো. সেলিম মিয়াকে (৫০) আদালত খালাস দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৬ সালে ১২ আগস্ট রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরি এলাকায় প্রতিপক্ষের লোকজন গিয়াস উদ্দিন ও জামাল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান ১২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১৭ সালের ২০ আগস্ট তদন্তকারী কর্মকর্তা ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ তদন্ত ও বিচারকার্যে আসামিদের জবানবন্দি এবং ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার এই রায় প্রদান করেন।

মামলার বাদী নিহত গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান জানান, আদালতের এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার করে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জোড়া খুনে ৬ আসামির মৃত্যুদণ্ড

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪


কুমিল্লার সদর দক্ষিণের ধনাইতরীতে জমিসংক্রান্ত বিরোধে জোড়া খুনের মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- তোফায়েল আহমেদ তোতা (৩৮), কামাল হোসেন (৪৮), মো. মামুন (২৮),আলমগীর হোসেন (৩৮), মো. বাবুল (৩৫) ও হারুনুর রশিদ (৪৫)।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো- হায়দার আলী (৬৫), আবদুল মান্নান (৩২),আবুল বাশার (২৮), জাকির হোসেন (৩৪), জামাল হোসেন (৪৫), আবদুল কাদের (৩২) ও আবদুল কুদ্দুস (৪৫)।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে দুই আসামি মো. আমান (৪০) ও মো. সেলিম মিয়াকে (৫০) আদালত খালাস দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৬ সালে ১২ আগস্ট রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরি এলাকায় প্রতিপক্ষের লোকজন গিয়াস উদ্দিন ও জামাল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান ১২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১৭ সালের ২০ আগস্ট তদন্তকারী কর্মকর্তা ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ তদন্ত ও বিচারকার্যে আসামিদের জবানবন্দি এবং ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার এই রায় প্রদান করেন।

মামলার বাদী নিহত গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান জানান, আদালতের এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার করে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান তিনি।