সংবাদ শিরোনাম ::
জুলাইয়ে গণহত্যা: শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে। সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের বিচারের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
চিফ প্রসিকিউটর জানান, হত্যাযজ্ঞের তথ্য চেয়ে এরমধ্যে দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনদের কাছে চিঠি পাঠানো হয়েছে। কবরস্থান কর্তৃপক্ষের কাছেও তথ্য চাওয়া হয়েছে। স্বচ্ছতার স্বার্থে যা প্রয়োজন তাই করা হবে।
জুলাই গণহত্যার রক্তের দাগ শুকানোর আগেই বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এরমধ্যে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রসিকিউশন টিম গঠন করা হয়েছে। শুরু হয়েছে তদন্তও।