জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি আটক
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
জুয়ার আসরে হানা দিয়ে ৮ জন জুয়াড়িকে আটক করেছে নীলফামারী সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১১জুলাই) সন্ধ্যায় তাদের আটক করা হয়য়।
জানা গেছে, নীরফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের পঞ্চপুকুর বাজারে রশিদুল ইসলামের ঘরে জুয়ার আসর বসে।একটি গোপন সূত্রে সদর থানা পুলিশ খবর পেয়ে জুয়ার আসরে হানা দিয়ে ৮ জন জুয়াড়িকে আটক করে। এ সময় জুয়ার বোর্ডে নগদ ৬৫ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলো-ইউপি সদস্য মনিরুজ্জামান বাবু (৪০), রবিউল ইসলাম(৪০), আব্দুল জলিল(৩৫), গজেন চন্দ্র রায়(৩৪), নুর ইনলাম(২৪), মেনাজুল ইসলাম (২৫), মোফিজুল ইসলাম (৪২) ও আব্দুল হালিম (২৮)।
এসব জুয়াড়িদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে,জানান, নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম। আটককৃতদের মধ্যে ইউপি সদস্য মনিরুজ্জামান বাবু’র বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রয়েছে। তিনি জামিনে রয়েছেন।