জি এম কাদেরকে টেপার লিগ্যাল নোটিশ
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির পদ থেকে অব্যাহতি দেয়ায় জি এম কাদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সাবেক কো চেয়ারম্যান সহিদুর রহমান টেপাকে দল থেকে অব্যাহতি দেওয়ায় তিনি এই লিগ্যাল নোটিশ পাঠান। জিএম কাদেরের বনানীস্থ চেয়ারম্যান কার্যালয় ও জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে সম্প্রতি এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়, আপনি গঠনতন্ত্রের ক্ষমতাবলে প্রেসিডিয়াম সদস্য আমার মোয়াক্কেল মো. সাহিদুর রহমান টেপাকে তার পদ হতে অব্যাহতি প্রদান করেছেন। আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে, রওশন এরশাদ চলতি বছরের ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় আপনি ও সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নুকে পদ-পদবি হতে অব্যাহতি দেন।
উল্লেখ্র, গত বৃহস্পতিবার জাপা চেয়ারম্যান জি এম কাদের তার নিজস্ব ক্ষমতাবলে দলের প্রেসিডিয়াম সদস্য থেকে সাহিদুর রহমান টেপাসহ ১০ জনকে অব্যাহতি প্রদান করেন। অব্যাহতি প্রদানকে অবৈধ দাবি করে ৫০ কোটি টাকার মানহানি হয়েছে উল্লেখ করে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে লিগ্যাল নোটিশ করা হয়।