জাহাজশূন্য চট্টগ্রাম বন্দর, সব ধরনের কার্যক্রম বন্ধ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় রেমালের আঘাতের আশঙ্কায় চট্টগ্রাম বন্দরে বিপদ সংকেত জারি করা হয়েছে। বন্দরের জেটিতে অবস্থানরত সব জাহাজ গভীর সাগরে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রেমালের আঘাতের আশঙ্কায় চট্টগ্রাম বন্দরের জেটি থেকে ১৬টি জাহাজ সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া ৪৯টি জাহাজ বহির্নোঙ্গর থেকে গভীর সমুদ্রে পাঠিয়ে দেয়া হয়। ফলে চট্টগ্রাম বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আবহাওয়া অধিদফতর ৬ নম্বর বিপদসংকেত জারির পর শনিবার (২৫ মে) রাতে নিজস্ব বিপদ সংকেত জারি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরপর ৯ নম্বর মহাবিপদ সংকেত জারির পর বন্দর তাদের নিজস্ব ‘অ্যালার্ট-ফোর’ জারি করেছে।
শনিবার (২৫ মে) রাত ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের জারি করা বিশেষ নির্দেশনায় জেটিতে থাকা সব জাহাজকে জোয়ার শুরুর সাথে সাথে জেটি ত্যাগ করতে বলা হয়।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, রোববার (২৬ মে) সকালে জেটি থেকে ১৬টি জাহাজকে শাহ আমানত সেতুর দিকে কর্ণফুলী নদীর উজানে পাঠিয়ে দেয়া হয়। বহির্নোঙ্গরে ৪৯টি জাহাজ ছিলো। সেগুলোকে গভীর সমুদ্রে পাঠিয়ে দেয়া হয়েছে।