ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জাস্টিন ট্রুডোর নামে জন্মনিবন্ধন পাবনায়, এলাকায় চাঞ্চল্য

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে জন্মসূত্রে কাগজে- কলমে বাংলাদেশের পাবনা জেলার নাগরিক হিসেবে দেখানো হয়েছে । জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন থেকে তার নামে ইস্যু করা হয়েছে ভুয়া জন্মনিবন্ধন সনদ । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জন্মনিবন্ধন সনদে দেখা গেছে, নাম জাস্টিন ট্রুডো, পিতা পিয়েরে ট্রুডো, মাতা মার্গারেট ট্রুডো । এটা কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পরিচয় । তার নামে জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়েছে পাবনার আহম্মদপুর ইউনিয়ন পরিষদ থেকে ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, গত বছরের শেষের দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া মারা যান । এরপর থেকে এক মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকলেও মূলত দায়িত্ব ছিল ইউনিয়ন পরিষদের সচিব আওলাদ হাসানের হাতে । তার ছত্রছায়ায় ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় হোসেন টাকার বিনিময়ে যার তার নামে জন্মনিবন্ধন দিতেন । অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই ইউনিয়ন পরিষদে অনেক কিছুই সম্ভব ।

এ বিষয়ে জানতে কম্পিউটার অপারেটর নিলয় হোসেনকে ইউনিয়ন পরিষদে গিয়ে পাওয়া যায়নি । তার মোবাইল ফোনও বন্ধ ।

এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের সচিব আওলাদ হাসান। তিনি বলেন, সার্ভারের ইউজার নেম ও পাসওয়ার্ড নিলয় হয়তো কোনো সময়ে জেনে গেছে। আর আমার অগোচরে ওটিপি কোড নিয়ে এসব সে করেছে ।

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সুখময় সরকার । তিনি বলেন, এটা হয়তো কেউ হ্যাকড করে করেছে । বিষয়টি তদন্তধীন আছে । তদন্ত করে আসল বিষয়টি জানা যাবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাস্টিন ট্রুডোর নামে জন্মনিবন্ধন পাবনায়, এলাকায় চাঞ্চল্য

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে জন্মসূত্রে কাগজে- কলমে বাংলাদেশের পাবনা জেলার নাগরিক হিসেবে দেখানো হয়েছে । জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন থেকে তার নামে ইস্যু করা হয়েছে ভুয়া জন্মনিবন্ধন সনদ । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জন্মনিবন্ধন সনদে দেখা গেছে, নাম জাস্টিন ট্রুডো, পিতা পিয়েরে ট্রুডো, মাতা মার্গারেট ট্রুডো । এটা কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পরিচয় । তার নামে জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়েছে পাবনার আহম্মদপুর ইউনিয়ন পরিষদ থেকে ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, গত বছরের শেষের দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া মারা যান । এরপর থেকে এক মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকলেও মূলত দায়িত্ব ছিল ইউনিয়ন পরিষদের সচিব আওলাদ হাসানের হাতে । তার ছত্রছায়ায় ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় হোসেন টাকার বিনিময়ে যার তার নামে জন্মনিবন্ধন দিতেন । অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই ইউনিয়ন পরিষদে অনেক কিছুই সম্ভব ।

এ বিষয়ে জানতে কম্পিউটার অপারেটর নিলয় হোসেনকে ইউনিয়ন পরিষদে গিয়ে পাওয়া যায়নি । তার মোবাইল ফোনও বন্ধ ।

এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের সচিব আওলাদ হাসান। তিনি বলেন, সার্ভারের ইউজার নেম ও পাসওয়ার্ড নিলয় হয়তো কোনো সময়ে জেনে গেছে। আর আমার অগোচরে ওটিপি কোড নিয়ে এসব সে করেছে ।

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সুখময় সরকার । তিনি বলেন, এটা হয়তো কেউ হ্যাকড করে করেছে । বিষয়টি তদন্তধীন আছে । তদন্ত করে আসল বিষয়টি জানা যাবে ।