জামিন পেলেও বাড়ি ফিরতে পারছে না মঙ্গলহাটার পরিবার
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল হত্যা মামলার আসামীরা গত ৫ জুন হাইকোর্ট থেকে জামিন পেয়েও বাড়ি ফিরতে পারছে না। বাদী পক্ষের হুমকিতে জামিনপ্রাপ্ত অর্ধশতাধিক পরিবারের অন্ততঃ তিন শতাধিক লোক এখনো ঘরছাড়া।
আরও পড়ুন : সাংবাদিক নিয়োগ দেবে বাংলা টাইমস
শুক্রবার (২৮ জুন) সকালে মোস্তফা কামাল হত্যা মামলার আসামী সাবেক ইউপি সদস্য আকবর হোসেন ওরফে লিপন সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগে বলেন,বাদী পক্ষের লোকজন বলে তাকে হত্যা করে মোস্তফা খুনের প্রতিশোধ নিবে। গত ১০ মে রাতে অজ্ঞাতনামা সন্ত্রাষীদের গুলিতে খুন হয় মঙ্গলহাটা গ্রামের আকরাম শিকদারের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল। এ ঘটনার পর মোস্তফা পক্ষের লোকজন ৫০টি বাড়ী ভাংচুর,গবাদি পশুসহ বাড়ীর সমস্ত মালামাল লুট করে নিয়ে যায়। হত্যার ঘটনায় মোস্তফার ভাই রিজাউল শিকদার বাদী হয়ে ৩০ জনের নামে এবং অজ্ঞাতনাম আরো ৫-৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৩ জন আসামী জামিনে রয়েছে ।
ইউপি সদস্য লিপন আরো বলেন,আমাদের পরিবারের মহিলারা গত কয়েকদিন আগে পুলিশের উপস্থিতিতে বাড়িতে উঠতে গেলে মোস্তফার ভগ্নিপতি আকবার মোল্যাও মতিয়ার মোল্যাসহ তার লোকজন বাধা দিয়ে মারধর করে তাড়িয়ে দিয়েছে। এখনও বাদীপক্ষের লোকজন তাদের বাড়িঘর ভাঙচুর,লুটপাঠ করে যাচ্ছে। হামলার ভয়ে লোকজন বাড়িঘর ফেলে দুই মাস ধরে অন্যত্র বসবাস করছে।
তবে হত্যা মামলার বাদীর ভাই শাহাদত শিকদার বলেন, আসামি পক্ষের লোকজনকে বাড়িঘরে উঠতে কোনো বাধা দেওয়া হয়নি। বাড়ি ভাংচুর ও লুটপাটের বিষয়টি অস্বীকার করে এবং তারা নিজের ইচ্ছায় বাড়িঘর ছেড়ে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে।
লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় এ বিষয়ে জানান, ওই এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করে যাচ্ছে। কেউ আইন শৃঙ্খলার অবনতি করতে চাইলে তাকে ছাড় দেওয়া হবে না।