ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সুশীল সমাজের সভায় বললেন উপদেষ্টা সুপ্রদীপ

জাতীয় নির্বাচনের আগে তিন পার্বত্য জেলায় ভোট

আহমদ বিলাল, রাঙামাটি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদ নির্বাচনের আগেই রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলার পার্বত্য জেলা পরিষদের নির্বাচনের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

শনিবার (২৪ আগস্ট) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সুশীল সমাজের প্রতিনিধিদের আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন।

এ সময় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, তিন জেলা পরিষদ যাতে এই পার্বত্য এলাকার মানুষের হয়ে যাতে কাজ করতে পারে সেভাবে করা হবে। গ্রহণযোগ্য মানুষ নেওয়া হবে। জেলা পরিষদ যাতে কোনো দলীয় লোকের পুনর্বাসন কেন্দ্র না হয় সেভাবে করার চেষ্টা করা হবে।দুর্গম এলাকায় ছাত্র-ছাত্রী হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

সভায় তিন পার্বত্য এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

তারা বলেন, জেলার স্বাস্থ্য সেবা অনেক অনুন্নত, জেলার মানুষ উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম বা ঢাকায় যেতে হয়। কাপ্তাই হ্রদের নাব্যতা কমে গেছে, হ্রদের ড্রেজিং জরুরি। একই সঙ্গে হ্রদের পানি দূষিত হয়ে যাচ্ছে, তা কমাতে ব্যবস্থা নিতে হবে।

সভায় জানান হয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে আছে। দ্রুততম সময়ে শুন্য পদে নিয়োগে প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি। ভূমি বন্দোবস্ত বন্ধ থাকায় পাহাড়ে বিনিয়োগ করতে আগ্রহ দেখায় না শিল্প উদ্যোক্তরা। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান হয় সভায়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব কংকন চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশরের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, রাঙ্গামাটি সরকারি কলেজের সাবেক অধক্ষ্য বাঞ্চিতা চাকমা, সাবেক শিক্ষা কর্মকর্তা আঞ্জুলিকা খিসা, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুশীল সমাজের সভায় বললেন উপদেষ্টা সুপ্রদীপ

জাতীয় নির্বাচনের আগে তিন পার্বত্য জেলায় ভোট

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

জাতীয় সংসদ নির্বাচনের আগেই রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলার পার্বত্য জেলা পরিষদের নির্বাচনের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

শনিবার (২৪ আগস্ট) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সুশীল সমাজের প্রতিনিধিদের আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন।

এ সময় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, তিন জেলা পরিষদ যাতে এই পার্বত্য এলাকার মানুষের হয়ে যাতে কাজ করতে পারে সেভাবে করা হবে। গ্রহণযোগ্য মানুষ নেওয়া হবে। জেলা পরিষদ যাতে কোনো দলীয় লোকের পুনর্বাসন কেন্দ্র না হয় সেভাবে করার চেষ্টা করা হবে।দুর্গম এলাকায় ছাত্র-ছাত্রী হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

সভায় তিন পার্বত্য এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

তারা বলেন, জেলার স্বাস্থ্য সেবা অনেক অনুন্নত, জেলার মানুষ উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম বা ঢাকায় যেতে হয়। কাপ্তাই হ্রদের নাব্যতা কমে গেছে, হ্রদের ড্রেজিং জরুরি। একই সঙ্গে হ্রদের পানি দূষিত হয়ে যাচ্ছে, তা কমাতে ব্যবস্থা নিতে হবে।

সভায় জানান হয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে আছে। দ্রুততম সময়ে শুন্য পদে নিয়োগে প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি। ভূমি বন্দোবস্ত বন্ধ থাকায় পাহাড়ে বিনিয়োগ করতে আগ্রহ দেখায় না শিল্প উদ্যোক্তরা। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান হয় সভায়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব কংকন চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশরের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, রাঙ্গামাটি সরকারি কলেজের সাবেক অধক্ষ্য বাঞ্চিতা চাকমা, সাবেক শিক্ষা কর্মকর্তা আঞ্জুলিকা খিসা, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে।