ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘জাতীয় নির্বাচনের চেয়েও ভাল হবে উপজেলা নির্বাচন’

নরসিংদী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে শুধু প্রার্থীই নয়, নির্বাচনে যে কেউ প্রভাব বিস্তার করবে তার বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া হবে। কে কার আত্মীয় বা কে আত্মীয় নয় তা দেখার বিষয় নির্বাচন কমিশন এবং নির্বাচন সংশ্লিষ্টদের নয়।

উপজেলা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে নরসিংদী জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন কমিশনের উদ্দেশ্য, নির্বাচনটা হতে হবে অবাধ ও শান্তিপূর্ণ। জাতীয় নির্বাচনের চেয়েও আরও ভালো নির্বাচন হবে উপজেলা নির্বাচন। এজন্য যা করার দরকার তা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনে যাতে কেউ প্রভাব বিস্তার না করেন সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানান এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ যদি চাপ অনুভব করেন সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ অভিযোগ করার অনুরোধ জানান ইসি।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। এসময় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মৌসুমী সরকার রাখীসহ জেলা আনসার ভিডিপি কর্মকর্তা, র‍্যাব ও জেলার ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘জাতীয় নির্বাচনের চেয়েও ভাল হবে উপজেলা নির্বাচন’

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে শুধু প্রার্থীই নয়, নির্বাচনে যে কেউ প্রভাব বিস্তার করবে তার বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া হবে। কে কার আত্মীয় বা কে আত্মীয় নয় তা দেখার বিষয় নির্বাচন কমিশন এবং নির্বাচন সংশ্লিষ্টদের নয়।

উপজেলা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে নরসিংদী জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন কমিশনের উদ্দেশ্য, নির্বাচনটা হতে হবে অবাধ ও শান্তিপূর্ণ। জাতীয় নির্বাচনের চেয়েও আরও ভালো নির্বাচন হবে উপজেলা নির্বাচন। এজন্য যা করার দরকার তা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনে যাতে কেউ প্রভাব বিস্তার না করেন সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানান এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ যদি চাপ অনুভব করেন সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ অভিযোগ করার অনুরোধ জানান ইসি।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। এসময় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মৌসুমী সরকার রাখীসহ জেলা আনসার ভিডিপি কর্মকর্তা, র‍্যাব ও জেলার ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।