‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র’
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, জলবায়ু পরিবর্তনের অভিযোজন মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
বুধবার (১৫ মে) সকালে রাজধানীর গুলশানের ইএমকে সেন্টারে যুক্তরাষ্ট্র সরকার ও একটি বেসরকারি ব্যাংকের মধ্যে জলবায়ু পরিবর্তনের অভিযোজন খাতে অ্যাওয়ার্ড প্রদানে সমঝোতা স্মারক সই হয়। এতে স্বাক্ষর করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইস্টার্ন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন।
এ সময় সেখানে ডোনাল্ড লু বলেন, অভিযোজন খাতে সিভিল সোসাইটির কার্যক্রম বাড়ানো এবং পরিবেশ ও সামাজিক বিষয়গুলো তুলে আসবে এর মাধ্যমে। বাংলাদেশের সঙ্গে জলবায়ু বিষয়ক সহযোগিতা অব্যাহত থাকবে।
দুই দিনের ঢাকা সফরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথেও বৈঠক করেছেন ডোনাল্ড লু। এরপর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথেও করবেন সৌজন্য সাক্ষাৎ।