সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত
জয়পুরহাট প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
জয়পুরহাটের ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ২ অক্টোবর সকালে সদর উপজেলার শাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। মারা যাওয়া ব্যক্তি এলাকায় না হওয়ার তাকে কেউ চিনতে পারছেন না।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এই রিপোট লিখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।