জয়পুরহাটে আ’ লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
নানা আয়োজনে জয়পুরহাটে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । রোববার (২৩ জুন) সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পন । দলীয় কার্যালয় থেকে বনার্ঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এসে শেষ হয় ।
এরপর শহরের ছিন্নমূল মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় । জয়পুরহাট পৌর আওয়ামী লীগের আয়োজনে দুপুর থেকে বেলা আড়াইটা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন বস্তি এলকায় অসহায় শিশু, বৃদ্ধসহ সকল বয়সী নারী-পুরুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক সাংগঠনিক সম্পাদক আ ন ম মওকত হাবিব তালুকদার লজিক, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, তথ্য ও গবেষনা সম্পাদক কৃষিবিদ মোস্তাইন কবীর তুহিন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, সাধারণ সম্পাদক কালী চরন আগরওয়ালাসহ ছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গনংগঠনের নেতৃবৃন্দ।