জনপ্রতিনিধিদের সুশীল সমাজ, যুবদের নিয়ে অলোচনা সভা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
জয়পুরহাট জেলার সুধীসমাজ, নারী নেত্রী, সাংবাদিক, তরুন সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে বৃহস্পতিবার (১৩ জুন) নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি সমূহ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস। আলোচনা সভায় সহায়কের দায়িত্ব পালন করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কবির ও উন্নয়নকর্মী কে এম আলী সম্রাট।
জয়পুরহাট জেলার ও পৌর এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সমসাময়িক প্রশ্নের উপর মূল্যায়ন করে বক্তব্য প্রদান করেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক,কাউন্সিলর জান্নাতুন ফেরদৌসী ঝর্না, প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান মিঠু,বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন, মিসেস রত্না রশিদ, সুধীসমাজের প্রভাষক নজরুল ইসলাম, নারী নেত্রী লিলুফা জহুর লিলি, যুব সদস্য কৌসিক দাস প্রমুখ।