সংবাদ শিরোনাম ::
জঙ্গি ছিনতাই: মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো
আদালত প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
আদালত পাড়া থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১০ জুন ধার্য করেছেন আদালত।
বুধবার (৮ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত ছিলো। মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)এদিন প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত এই তারিখ ধার্য করেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ২০ নভেম্বর দুপুরে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে মেরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেয়া হয়। এই ঘটনায় রাতে পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ ২০ জঙ্গিকে আসামি করে মামলা করেন।