ছাদ ফুটো করে পলায়ন: কারাগারের ডেপুটি জেলার-প্রধান কারারক্ষী বরখাস্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
বগুড়ায় ছাদ ফুটো করে কারাগার থেকে ৪ আসামি পালানোর ঘটনায় কারাগারের ডেপুটি জেলার ও প্রধান কারারক্ষীসহ ৫ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকেলে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, দায়িত্বে অবহেলায় বগুড়া কারাগারের ডেপুটি জেলার হোসেনুজ্জামান, প্রধান কারারক্ষী আব্দুল মতিনসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া আরো ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত বুধবার বগুড়ায় কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে বিছানার চাদর বেয়ে পালিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি। তারা হলেি-নজরুল ইসলাম ওরফে মজনু (কয়েদি নম্বর-৯৯৮), আমির হোসেন (কয়েদি নম্বর-৫১০৫),মো. জাকারিয়া (কয়েদি নম্বর-৩৬৮৫) এবং ফরিদ শেখ (কয়েদি নম্বর-৪২৫২)।
পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী এ বিষয়ে জানিয়েছেন, দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার (২৫ জুন) রাতে তারা কনডেম সেলের ছাদ ফুটো করে কাপড়ের রশি বানিয়ে ছাদ থেকে নেমে পালিয়ে যায় তার কয়েদি। পরে বুধবার (২৬ জুন) ভোরে জেলখানার অদূরে একটি বাজার থেকে পুলিশ তাদের আটক করে। জেল কর্তৃপক্ষ আমাদের জানায় ৩টা ৫৬ মিনিটে। এরপর পুলিশের সব ফাঁড়ি এবং টহল দলকে অ্যালার্ট করা হয়। একপর্যায়ে ভোর সাড়ে ৪টায় সদর ফাঁড়ির সব-ইন্সপেক্টরের নেতৃত্বে পলাতক ৪ আসামিকে ধরে ডিবি কার্যালয়ে আনা হয়।
এদিকে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।