ছাত্রলীগ নেতার অস্ত্রের আঘাতে যুবদল নেতা জখম
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
জলমহলের মাছ শিকার করতে গিয়ে আমতলী উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মাহবুবুল ইসলামের নেতৃত্বে তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে চাওড়া ইউনিয়ন যুবদল বহিস্কৃত আহবায়ক আব্দুল মোমেন আকনকে কুপিয়ে গুরুতর জখম করেছে। আহত মোমেনকে স্থানীরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে।
ঘটনা ঘটেছে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামে বৃহস্পতিবার (১২ সপ্টেম্বর) বেলা ১১ টার দিকে।
জানা গেছে,আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামের ২০ একর কাউনিয়া জলমহল গত ১০ বছর ধরে উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম ও তার সহযোগীরা অবৈধভাবে দখলে নিয়ে মাছ চাষ করে আসছে। বৃহস্পতিবার ওই জলমহলের মাছ চাওড়া ইউনিয়ন যুবদল বহিস্কৃত আহবায়ক আব্দুল মোমেন ২০-২৫ জন সহযোগী নিয়ে মাছ শিকার যায়। এতে উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মাহবুবুল ইসলাম ও তার সহযোগীরা বাঁধা দেয়। এক পর্যায় বহিস্কৃত যুবদল আহবায়ক আব্দুল মোমেনকে মাহবুবুল ইসলাম ও তার লোকজন কুপিয়ে গুরুতর জখম করে। তাদের ধারালো অন্ত্রের আঘাতে মোমেনের দুই পা গুরুতর জখম হয়। গুরুতর আহত যুবদল নেতাকে স্থানীয়রা উদ্ধার আমতলী উপজেলা স্বাস্থ্য নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান খাঁন তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, চাওড়া ইউনিয়ন যুবদল বহিস্কৃত আহবায়ক আব্দুল মোমেন ২০/২৫ জন সহযোগী নিয়ে কাউনিয়া জলমহলের মাছ শিকার করে। এতে উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মাহবুবুল ইসলাম ও তার সহযোগীরা বাঁধা দেয়। এক পর্যায় মোমেনকে ছাত্রলীগ সভাপতি মাহবুবুল ইসলাম ও তার লোকজন কুপিয়ে গুরুতর জখম করেছে।
চাওড়া ইউনিয়ন য্বুদল বহিস্কৃত আহবায়ক আব্দুল মোমেন আকন বলেন, কাউনিয়া খাল উন্মুক্ত করতে গেলে উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মাহবুবুল ইসলাম ও তার সহযোগীরা আমাকে কুপিয়ে গুরুতর জখম করেছে। আমি এ ঘটনার শাস্তি দাবী করছি।
আমতলী উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মাহবুবুল ইসলামকে ঘটনা জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রাগান্বিত স্বরে বলেন, আমাকে এই মুহুর্তে ডিস্টার্ব কইরেন না। আমি ব্যস্ত আছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান খান বলেন, আহত মোমেনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। তার দুই পায়ে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।