চোখের আলো ফিরে পেলেন ৫ শতাধিক নারী-পুরুষ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
বাগেরহাটের রামপাল, মংলা, ফকিরহাট, সরণখোলা, দাকোপ, মোড়লগঞ্জ, বটিয়াঘাটাসহ আশপাশের উপজেলার ৫৩০ জন রোগীকে আবারও চোখের আলো ফিরে পেয়েছেন।
গত ১৭ মে রামপালের বড়দিয়া হাজি আরিফ মাদ্রাসায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করে ঢাকা মেগাসিটি লায়ন্স ক্লাব। ঢাকা মেগাসিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ড: শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগিতায় পরিচালিত হয় এই চক্ষু ক্যাম্প। এ ক্যাম্প থেকে ছানি অপারেশনের জন্য ৫৩০ জন রোগীকে বাছাই করা হয়।
এরপর ওইসব ছানি রোগীদের ২৫ মে থেকে ১৩ জুন ঢাকায় ৩৭৩ জনকে ডাচ আই হাসপাতালে বিনামূল্যে অপারেশন, লেন্স সরবরাহ, ঔষধ ও সেবা দেয়া হয়।
চক্ষু শিবিরে নেত্রনালী ও মাংস বৃদ্ধি অপারেশনের জন্য বাছাইকৃত ১২৩ জন রোগীর মধ্য থেকে ৮২ জন রোগীকে খুলনার স্বাস্থ্যসেবা ক্লিনিকে ৩০ শে জুন থেকে ১১ জুলাই, লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে অপারেশন সম্পন্ন করা হয়। চলতি বছর ৪৫৫ জন রোগীর অপারেশন সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৬ হাজারেরও অধিক ছানি পড়া, মাংস বৃদ্ধি, নেত্রনালী, রোগী বিনা মূল্যে অপারেশনের মাধ্যমে তাদের দৃষ্টি ফিরে পেয়েছে।