গৌরনদীতে বিআরডিবির নির্বাচন
চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র দাখিল
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
বরিশালের গৌরনদী বিআরডিবির নির্বাচনে উপলক্ষে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিআরডিবির কার্যালয়ে নির্বাচন কমিশনার জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মোঃ আমিনুল ইসলামের কাছে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির সদস্য সচিব সাবেক কাউন্সিলর মোঃ ফরিদ মিয়া, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নেতা জাকির হোসেন, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এইচএম নজরুল ইসলাম ও বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ন আহবায়ক সোহানুর রহমান সোহাগ।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি জাকির হোসেন রাজা মনোনয়নপত্র দাখিল করেছেন। পৃথক মনোনয়নপত্র দাখিলকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান তাইফুর রহমান কচি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।