চুপ্পু সাহেব মিথ্যাচার করে শপথ ভঙ্গ করেছেন
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, শেখ হাসিনারন পদত্যাগের দালিলিক প্রমাণ নেই বলে রাষ্ট্রপতি চুপ্পু সাহেব পুরো দেশবাসির সাথে প্রকাশ্যে মিথ্যাচার করেছেন এবং সেই সাথে তিনি তার শপথ ভঙ্গ করেছেন। রাষ্ট্রের অভিভাবক হিসেবে প্রকাশ্য মিথ্যাচার ও শপথ ভঙ্গ করে তিনি আর তার পদে থাকতে পারে না। অবিলম্বে আমরা তার পদত্যাগ দাবি করছি।
মাওলানা ইমতিয়াজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যেশে বলেন, আপনাদের সাথে পুরো দেশের ১৮ কোটি মানুষের ম্যান্ডেট রয়েছে। আপনারা দুর্বল নন। আপনারা আরও কঠোর হোন। ফ্যাসিবাদ নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার নাগালে রাখুন। সিন্ডিকেটের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনা করুন। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিন।
সোমবার (২১ অক্টোবর) বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আগামি ৯ নভেম্বর জাতীয় সিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রস্ততি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এতে আরও বক্তব্য কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা মাকসুদুর রহমান, এম এম শোয়াইব, এডভোকেট মনির হোসাইন, জিয়াউল আশরাফ, আবু সুফিয়ান নোমান প্রমুখ।