সংবাদ শিরোনাম ::
চার দিনের সফরে পাবনা যাবেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
চার দিনের সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার (৯ জুন) তার নিজ শহর পাবনা যাবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, রোববার দুপুরে রাষ্ট্রপতি চার দিনের সফরে পাবনার উদ্দেশে রওনা হবেন। সফরকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন পেশাজীবী সংস্থার সঙ্গে মতবিনিময় সভা করবেন।
এদিকে, পাবনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে।
পাবনা জেলা প্রশাসন এ উপলক্ষে কঠোর নিরাপত্তা নিয়েছে। রাষ্ট্রপতিকে তার পৈতৃক বাড়িতে অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
রাষ্ট্রপতির আগামী ১২ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে।