ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চার ডিআইজি ও ৬ পুলিশ সুপার পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রদবদল করা হয়েছে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদের ৪ জন কর্মকর্তা ও পুলিশ সুপার মর্যাদার ৬ কর্মকর্তা পদে।

রোববার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঢাকা মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার আমিনুল ইসলামকে রংপুরের ডিআইজি, পুলিশের বিশেষ শাখার (এসবি) সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত (পুলিশ সুপার) এসএম মো. নজরুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি, নোয়াখালী পুলিশ ট্রেইনিং সেন্টারের কমান্ড্যান্ট এসএম রোকন উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ও সিআইডির ডিআইজি শফিকুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

অপরদিকে, নীলফামারীর পুলিশ ইনসার্ভিস সেন্টারের কমান্ড্যান্ট আব্দুল্লাহ আল মারুককে নোয়াখালীর পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার মাহফুজুর রহমানকে কুড়িগ্রামের পুলিশ সুপার, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদকে কুড়িগ্রামের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ দেয়া হলেও সেটি বাতিল করা হয়েছে।

এছাড়া, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠককে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে নীলফামারীর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চার ডিআইজি ও ৬ পুলিশ সুপার পদে রদবদল

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

রদবদল করা হয়েছে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদের ৪ জন কর্মকর্তা ও পুলিশ সুপার মর্যাদার ৬ কর্মকর্তা পদে।

রোববার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঢাকা মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার আমিনুল ইসলামকে রংপুরের ডিআইজি, পুলিশের বিশেষ শাখার (এসবি) সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত (পুলিশ সুপার) এসএম মো. নজরুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি, নোয়াখালী পুলিশ ট্রেইনিং সেন্টারের কমান্ড্যান্ট এসএম রোকন উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ও সিআইডির ডিআইজি শফিকুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

অপরদিকে, নীলফামারীর পুলিশ ইনসার্ভিস সেন্টারের কমান্ড্যান্ট আব্দুল্লাহ আল মারুককে নোয়াখালীর পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার মাহফুজুর রহমানকে কুড়িগ্রামের পুলিশ সুপার, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদকে কুড়িগ্রামের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ দেয়া হলেও সেটি বাতিল করা হয়েছে।

এছাড়া, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠককে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে নীলফামারীর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।