বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন
চাটুকারিতা করলে গণমাধ্যম বন্ধ করে দেওয়া হবে
- সংবাদ প্রকাশের সময় : ০২:৪৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, চাটুকারিতা করলে গণমাধ্যম বন্ধ করে দেওয়া হবে। আমি আপনাদের প্রতিশ্রুতি করছি, যদি মিডিয়া চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে।
রোববার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, মিডিয়া চাটুকার হবেন না। নির্বাচনে চুরি হচ্ছে, কিন্তু মডিয়া বলেছে নির্বাচন সুন্দর হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ দয়া করে দেশটাকে বাঁচান।
এম সাখাওয়াত হোসেন আরও বলেন, ছাত্রদের দুষ্কৃতকারী বানিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী। তার বিচার করা হবে। মিডিয়ার মালিকদেরও বিচার হবে। যদিও কয়েকজনের চাকরি চলে গেছে কিন্তু ছাড় দেয়া হবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের ওপর যে হামলা হয়েছে, খুবই বেদনাদায়ক। হাজারো তরুণ মারা গেছে পুলিশ ও অন্যান্যের গুলিতে। পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। সীমান্তে যে অস্ত্র ব্যবহার করা হয়, সেটা পুলিশকে দেয়া হয়েছিল। তা একদমই ঠিক হয়নি।