সংবাদ শিরোনাম ::
চাটমোহরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
মাসুদ রানা, পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে তাফেজ উদ্দিন (৫৫) নামক মস্তিষ্ক বিকৃত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দয়রামপুর এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তাফেজ উদ্দিন দয়রামপুর গ্রামের মৃত কলম সরদারের ছেলে।
জানা গেছে, মস্তিষ্ক বিকৃত থাকায় তাফেজ উদ্দিন উদ্দেশ্যহীন ভাবে এখানে সেখানো অযথা ঘোরাঘুরি করতেন। বৃহস্পতিবার দয়রামপুর এলাকায় রেল লাইনের উপর ঘোরাঘুরির সময় ঢাকা থেকে রাজশাহী গামী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পরে তার শরীর কয়েক টুকরো হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মস্তিষ্ক বিকৃত হওয়ায়
এবং পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় জিআরপি থানার সাথে কথা বলে স্বজনরা তার লাশ বাড়ি নিয়ে যান।