চাকরিতে প্রবেশে বয়স ৩৫, অবসর ৬০ বছর দাবি
- সংবাদ প্রকাশের সময় : ০১:০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
সরকারী চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬০ বছর করার দাবী জানিয়েছে জাতীয় ছাত্র পরিষদ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে সংগঠনের প্রধান সমন্বয়ক এলাহান কবীর বলেন, শিক্ষার্থীরা সরকারী চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবীতে গত কয়েকবছর ধরে আন্দোলন করে আসছে। কিন্তু আশ্বাস মিললেও বাস্তবে দাবী মানা হয়নি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সরকারী চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো যৌক্তিক বলে মনে করি। সেই সাথে সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা ৬০ বছর করার আহবান জানাই৷
তিনি বলেন, মেধাবী যুবকরা যাতে সরকারি চাকরির দিকে না ঝুঁকে আত্মকর্মসংস্থান তৈরী করতে পারে সেদিকে নজর দেওয়া উচিত ৷ বেকারত্ব কমাতে দ্রুত সময়ে প্রত্যেক উপজেলায় শিল্পাঞ্চল স্থাপনের উদ্যোগ নিতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি৷
সেই সাথে আন্দোলন করতে গিয়ে যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেদিকে সজাগ থাকতে আন্দোলনকারীদের প্রতি আহবান জানাচ্ছি৷