সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে আ’ লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বর্ণাঢ্য শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টায় শহরের ওয়াল্টন মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জারা জাবিন মাহবুব, সাবেক নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা: গোলাম রাব্বানী, উপ দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম সহ যুবলীগ ও কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।