চাঁদাবাজির অভিযোগে দুই ইউপি সদস্যসহ আটক ৩
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে দুই ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) রাতে পুলিশের একটি টীম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-নোয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য বাবুল চন্দ্র র্যালী ও তার ছেলে লিটন র্যালী এবং ৬নং ওয়ার্ড সদস্য দুলাল ঘোষ।
জানা যায়, চা জনগোষ্ঠীর শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত অনুদান থেকে ৫০০০ টাকা উত্তোলন এর জন্য ইউপি সদস্য থেকে টোকেন সংগ্রহ করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয়। প্রতিটি টোকেন এর জন্য মেম্বার ও তার লোকজন বলপূর্বক ৫০০ টাকা আদায় করে আসছিলো। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে বাদী হয়ে মামলা রুজু করা হয়। পরে নোয়াপাড়া ইউনিয়নের দুই ইউপি সদস্য ও এক সদস্যের ছেলেকে গ্রেফতার করে পুলিশ ।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ বলেন, চাঁদাবাজির মামলার গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হবে।