ইউনিয়ন পরিষদ উপনির্বাচন
চাঁদভায় ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
পাবনার আটঘরিয়ার চাঁদভা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ১৫ প্রার্থীর মধ্যে ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করেছে। বুধবাার (১০ জুলাই) মনোনয়ন প্রত্যাহার করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকসানা নাসরিন জানান, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন অর্থাৎ বুধবার (১০ জুলাই) চেয়ারম্যান পদ প্রার্থী কুদ্দুস আলী, শফিউল ইসলাম সোহাগ, কামাল হোসেন, আসাদুজ্জামান নান্নু মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
উপনির্বাচনে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী রইলেন ১১জন। তারা হলো-মো: বকুল বিশ্বাস, মো: ওলিউল্লাহ, শাজাহান আলী, আক্কাস আলী, হান্নান আলী, এমএ মান্নান, হাসিনুর রহমান, নাজিম উদ্দীন, আব্দুল্লা আল কাফি, মাহমুদুল আলম, এএনএম মনিরুল ইসলাম, ।
বৃহষ্পতিবার (১১ জুলাই) চূড়ান্ত বৈধ ১১ চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। চাঁদভা ইউনিয়নে ভোটার ২২ হাজার ৬২৬ টি। এরমধ্যে পুরুষ ১১ হাজার ২৫২ জন। আর মহিলা ভোটার সংখ্যা ১১ হাজার ৩৭৪ জন।
আগামী ২৭ জুলাই চাঁদভা ইউনিয়ন পরিষদ উপরির্বাচন অনুষ্ঠিত হবে।