সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা
চট্টগ্রাম ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী তানভীর ছিদ্দিকী হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে। নিহত তানভীর ছিদ্দিকীর চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
শনিবার (১৭ আগস্ট) বিকেলে চাঁন্দগাও থানার ওসি জাহিদুল কবির বলেন, শিক্ষার্থী তানভীর ছিদ্দিক হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।
জানা গেছে, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম রনি,সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চাঁন্দগাও ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরার, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমর, কাউন্সিলর এসরারুলের সহযোগী মহিউদ্দীন ফরহাদ ও সিটি কলেজের ভিপি তাহসীনসহ ৩৪ জনের নাম উল্লেখ করা করা হয়।