শাতাধিক চমেক হাসপাতালে ভর্তি
চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষ, বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মহানগরীতে পুলিশ এবং আওয়ামী লীগ-ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিলে বিক্ষোভরত বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এসময় আন্দোলনকারীদের সাথে তাদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের দমাতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
অন্যদিকে, ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকেল তিনটায় চমেক হাসপাতালে দেখা যায়, কারো বুকে, কারো মাথায় কোপ। কেউবা হাতে, পায়ে গুলিবিদ্ধ। এভাবে একে একে আহত বাড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রায় শাতাধিক এসেছেন নগরের নিউমার্কেট ও এর আশপাশের এলাকায় আহত হয়ে।
রোববার (৪ আগস্ট) নগরের নিউমার্কেট এলাকায় পুলিশ ও সরকারিদলের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে এই সংঘর্ষ নগরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। সকাল ১১টার পর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসতে থাকেন আহতরা।
এদিকে, নিউ মার্কেট এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের যৌথ আক্রমণের মুখে টিকতে না পেরে আন্দোলনকারীরা নগরীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান নিয়েছে। সংঘাতময় পরিস্থিতিতে নগরীর নিউমার্কেটসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা দিয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। দোকানপাটও বন্ধ ছিল। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।
বেলা সাড়ে ১২টার দিকে নিউমার্কেট মোড়ে যান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও শফিক আদনান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, জামশেদুল আলম চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা নিউমার্কেট গোলচত্বরে অবস্থান নিয়ে সমাবেশ করে।
এদিকে নিউমার্কেট থেকে সরে গিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন অংশে ছত্রভঙ্গ হয়ে নগরীর লাভ লেইন, কাজির দেউড়ির মোড়, লালখান বাজার, ওয়াসার মোড়, আন্দরকিল্লা এলাকায় অবস্থান নিয়েছেন। নগরীর স্টেশন রোডে একটি গুদামের মধ্যে কয়েকজন ছাত্রী আটকা পড়ে। পরে তাদের উদ্ধার করা হয়।
হামলা-সংঘর্ষে আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে কয়েজনের নাম পাওয়া গেছে। তারা হলো- মো. আলাউদ্দিন(২৬), সোহরাব হোসেন(২২),জাহাঙ্গীর (২৬), সৌরভ(২২), মনির(২২), চিশতী(২৮), তাহমিন(১৯), শান্ত ইসলাম(২২), মাঈনউদ্দিন(২৪), কাওছার হোসেন(২৪), ফয়সাল(২৫), আশরাফুল (৩০), মোঃমারফ(২৭), মাহবুব হোসেন(২৪), এহসান উল্যাহ(২৮), মোঃশাহীন(২৬), শাহীন(২৪), আদিল(২৫), শাকিব উদ্দিন(২৩), রিদোয়ান(২৪), সাকিব উদ্দিন(২৩), ফারুক(২০), জয়নাল আবেদীন, সাজিদুল হক ও আইনজীবী এস এম আবু তাহেরসহ আরও অনেকে।