সংবাদ শিরোনাম ::
ঘূর্ণিঝড় রেমাল/ সাড়ে ৩৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সারা দেশে ৩৭ লাখ ৫৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৩৫ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আংশিক ক্ষতি হয়েছে এক লাখ ১৪ হাজার ৯ শত ঘরবাড়ি।
সোমবার (২৭ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান এসব তথ্য জানান।
এ সময় তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালে এই পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা, খুলনা ও পটুয়াখালী জেলাসহ উপকূলীয় ১৯ জেলার ১০৭ উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, এরমধ্যে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য ৬ কোটি ৮৫ লাখ টাকা দেয়া হয়েছে। এরমধ্যে ১৫ জেলায় তিন কোটি ৮৫ লাখ টাকা। ৫ হাজার পাঁচশত টন চাল ও ৫ হাজার প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। এছাড়াও শিশু খাদ্যের জন্য এক কোটি ৫০ লাখ টাকা সহযোগিতা করা হয়েছে। ক্ষতিগ্রস্তের সহযোগিতা মোবাইল অ্যাকাউন্টে যাবে।