ঘূর্ণিঝড় ‘রেমাল’: সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। রেমাল মোকাবেলায় সংশ্লিষ্ট সব দফতরের ছুটি বাতিল করা হয়েছে। প্রশাসনের পাশাপাশি সশস্ত্র বাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
রোববার (২৬ মে) দুপুরে সচিবালয়ে এক সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি জানান, রোববার (২৬ মে) সন্ধ্যার দিকেউপকূলে আঘাত হানতে পারে রেমাল। মাঝরাতে বাংলাদেশের উপর দিয়ে অত্রিকম করতে পারে। এ সময় উপকূল এলাকায় ঝড়ের গতিবেগ থাকতে পারে ১২০ কিলোমিটার।
প্রতিমন্ত্রী আরও বলেন, ঘূর্ণিঝড় রেমালের ফলে উপকূলীয় এলাকায় ১০ ফুটের বেশি জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা পৌঁছাতে পারে ৩০০ মিমিমিটার পর্যন্ত। এমনকি পাহাড়ধ্বসের আশঙ্কাও করা হচ্ছে।
তিনি বলেন, এরমধ্যে ৮ লাখেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। যেহেতু মহাবিপদ সংকেত, তাই উপকূলের সব মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়া আসা হয়েছে।