সংবাদ শিরোনাম ::
ঘূর্ণিঝড় রেমালে মৃত্যুর তথ্য জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:২০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় ‘রেমালে’র প্রভাবে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া উপকূলীয় এলাকাগুলো প্লাবিত হয়েছে। অনেক জায়গায় বেড়িবাঁধ ভেঙে ঢুকছে পানি।
রোববার (২৬ মে) রাত সাড়ে ৯টায় আবহাওয়া অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
এ সশয় তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘রেমালে’র অগ্রভাগ অতিক্রম করেছে। আমরা জেনেছি এখন পর্যন্ত দুই জন মারা গেছে। এর একজন পটুয়াখালীতে।
তিনি আরও বলেন, সব উপকূলীয় এলাকায় বর্তমানে বাতাস বইছে। এছাড়া এলাকাগুলো প্লাবিত হয়েছে। উপকূলীয় এলাকার মানুষ বিপদের মধ্যে আছে। লাখ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।