গৌরনদীতে স্কুল শিক্ষককে পদত্যাগে বাধ্য করার অভিযোগ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
বরিশালের গৌরনদীতে মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারীকে প্রধানশিক্ষকের পদ থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কথিত অভিযোগ এনে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের উসকে দিয়ে পদত্যাগে বাধ্য করা হয়।
পদত্যাগ করা প্রধানশিক্ষক প্রণয় কান্তি অধিকারী করে বলেন, গত ৫ আগষ্ট বিকেলে স্কুল কম্পাউন্ডের মধ্যে থাকা আমার বাসভবনে হামলা-ভাংচুর চালায় দুর্বৃত্তরা। যা সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই একটি পক্ষ আমাকে নিয়ে ষড়যন্ত্র শুরু করে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে কথিত অভিযোগ এনে আমার বিরুদ্ধে কোমলমতি ছাত্র-ছাত্রীদের উসকে দিয়ে পদত্যাগের দাবীতে মহাসড়ক অবরোধ করিয়ে আন্দোলণ শুরু করে। এমনকি আমাকে বরখাস্ত করার জন্য বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়। যা তদন্তাধীন ছিলো। কিন্তু ষড়যন্ত্রকারীরা তাতেও সন্তুষ্ট ছিলোনা। তারা আমার পদত্যাগে অনড় থেকে ছাত্র-ছাত্রীদের দিয়ে আন্দোলণ অব্যাহত রাখে।
পরে মঙ্গলবার বেলা এগারটার দিকে বাধ্য হয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।
কারা পদত্যাগে বাধ্য করেছে জানতে চাইলে কারো নাম উল্লেখ না করে সহকর্মী শিক্ষকদের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, যারা আমাকে পদত্যাগে বাধ্য করেছে তাদের বিচারের ভার সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিলাম।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান জানান, মঙ্গলবার সকালে স্কুল শিক্ষার্থীরা প্রধানশিক্ষকের পদত্যাগ দাবী করে আন্দোলণ শুরু করে। পরে প্রধানশিক্ষক পদত্যাগপত্র আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। বিষয়টি শিক্ষার্থীদের অবগত করার পর আন্দোলণ প্রত্যাহার করে ক্লাসে ফিরে যায়।