ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে গৃহবধূর আত্নহত্যা, জামাইয়ের বাড়ী ভাংচুর

সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহবধূ স্বামীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে জামাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে শ্বশুরবাড়ির আত্নীয়-স্বজন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর গ্রামে। তিন বছর বয়সী এক ছেলে সন্তানের জননী ওই গৃহবধূর নাম রিপা খাতুন (২৩)। তিনি ওই গ্রামের আতিকুর রহমানের স্ত্রী এবং পার্শ্ববর্তী কোচাশহর ইউনিয়নের ফুলপাড়া গ্রামের রউফ মিস্ত্রির মেয়ে।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে জগদীশপুর গ্রামের আতিকুর রহমান (২৫) এর সাথে তার স্ত্রী রিপা খাতুনের পরকীয়া প্রেমিকের সাথে ফোনে কথা বলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। রাত ১১টার দিকে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে রিপা খাতুন চুপিসারে ঘরের উপরে থাকা বাঁশের তীরের সাথে গলার ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে পড়ে। এসময় দেহের ভারে ওড়না ছিঁড়ে মেঝেতে পড়ে গেলে সেই শব্দে তার স্বামীসহ বাড়ির লোকজন জেগে উঠে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে। তাৎক্ষণিক চিকিৎসার জন্য তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা সঙ্কটাপন্ন হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে রিপার মৃত্যু হয়।

এদিকে বাড়ির পার্শ্ববর্তী কোচাশহর ফুলপাড়া গ্রামে ভোর রাতে তাদের মেয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত আনুমানিক ৪টার দিকে রিপা’র বাবার বাড়ির লোকজন রাগে-ক্ষোভে ৫০-৬০ জন লোক যোগসাজশে দলবদ্ধ হয়ে অটো ভ্যান, ইজিবাইক, পিকআপ যোগে জামাই আতিকুরের বাড়ি এসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এসময় তারা সম্পূর্ণ বসতবাড়ি ভেঙ্গে তছনছ করে এবং বাড়িতে থাকা গরু, চালের ড্রাম, কাপড়ের বাক্স, নগদ অর্থ, স্বর্ণের গহনা, রেফ্রিজারেটর, পাওয়ার টিলারসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায়।

গৃহবধূর আত্নহত্যার ঘটনায় বসতবাড়িসহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পরেছে আতিকুরের পরিবার। রিপা’র দুই বছরের শিশু রাফি খন্দকার তার মা’কে খুঁজছে আর কান্না করছে। এদিকে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের মাধ্যমে আত্নহত্যার ঘটনার আলামত লোপাট করে গোবিন্দগঞ্জ থানায় মেয়ে হত্যার অভিযোগ করেছে রিপা’র পরিবার। ফলে স্ত্রীকে হারিয়ে একমাত্র শিশু সন্তানকে নিয়ে চরম বিপাকে পরেছে আতিকুর। একদিকে স্ত্রীকে হারানোর বেদনা অপরদিকে মিথ্যা অভিযোগে মামলায় গ্রেফতার হয়ে হাজত বাসের আশংকা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান জানান, হাসপাতাল থেকে গলায় ফাঁসি দিয়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধুর মৃত্যুর বিষয়টি তাকে জানানো হয়েছে। এঘটনায় দুইপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোবিন্দগঞ্জে গৃহবধূর আত্নহত্যা, জামাইয়ের বাড়ী ভাংচুর

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহবধূ স্বামীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে জামাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে শ্বশুরবাড়ির আত্নীয়-স্বজন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর গ্রামে। তিন বছর বয়সী এক ছেলে সন্তানের জননী ওই গৃহবধূর নাম রিপা খাতুন (২৩)। তিনি ওই গ্রামের আতিকুর রহমানের স্ত্রী এবং পার্শ্ববর্তী কোচাশহর ইউনিয়নের ফুলপাড়া গ্রামের রউফ মিস্ত্রির মেয়ে।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে জগদীশপুর গ্রামের আতিকুর রহমান (২৫) এর সাথে তার স্ত্রী রিপা খাতুনের পরকীয়া প্রেমিকের সাথে ফোনে কথা বলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। রাত ১১টার দিকে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে রিপা খাতুন চুপিসারে ঘরের উপরে থাকা বাঁশের তীরের সাথে গলার ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে পড়ে। এসময় দেহের ভারে ওড়না ছিঁড়ে মেঝেতে পড়ে গেলে সেই শব্দে তার স্বামীসহ বাড়ির লোকজন জেগে উঠে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে। তাৎক্ষণিক চিকিৎসার জন্য তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা সঙ্কটাপন্ন হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে রিপার মৃত্যু হয়।

এদিকে বাড়ির পার্শ্ববর্তী কোচাশহর ফুলপাড়া গ্রামে ভোর রাতে তাদের মেয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত আনুমানিক ৪টার দিকে রিপা’র বাবার বাড়ির লোকজন রাগে-ক্ষোভে ৫০-৬০ জন লোক যোগসাজশে দলবদ্ধ হয়ে অটো ভ্যান, ইজিবাইক, পিকআপ যোগে জামাই আতিকুরের বাড়ি এসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এসময় তারা সম্পূর্ণ বসতবাড়ি ভেঙ্গে তছনছ করে এবং বাড়িতে থাকা গরু, চালের ড্রাম, কাপড়ের বাক্স, নগদ অর্থ, স্বর্ণের গহনা, রেফ্রিজারেটর, পাওয়ার টিলারসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায়।

গৃহবধূর আত্নহত্যার ঘটনায় বসতবাড়িসহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পরেছে আতিকুরের পরিবার। রিপা’র দুই বছরের শিশু রাফি খন্দকার তার মা’কে খুঁজছে আর কান্না করছে। এদিকে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের মাধ্যমে আত্নহত্যার ঘটনার আলামত লোপাট করে গোবিন্দগঞ্জ থানায় মেয়ে হত্যার অভিযোগ করেছে রিপা’র পরিবার। ফলে স্ত্রীকে হারিয়ে একমাত্র শিশু সন্তানকে নিয়ে চরম বিপাকে পরেছে আতিকুর। একদিকে স্ত্রীকে হারানোর বেদনা অপরদিকে মিথ্যা অভিযোগে মামলায় গ্রেফতার হয়ে হাজত বাসের আশংকা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান জানান, হাসপাতাল থেকে গলায় ফাঁসি দিয়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধুর মৃত্যুর বিষয়টি তাকে জানানো হয়েছে। এঘটনায় দুইপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।