সংবাদ শিরোনাম ::
গেলো বাজারে, ভবনে মিললো শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ
এস এম শরিফুল ইসলাম, নড়াইল
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
নড়াইলের জমজম রেস্টুরেন্টের নির্মাণাধীন ৫তলা ভবন থেকে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। নিহতের নাম -জয় গোস্বামী (১৬)।
বুধবার (১৫ মে) দুপুরে সদর পৌরসভার রূপগঞ্জ বাজার এলাকার নির্মাণাধীন বহুতল ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সদর পৌরসভার বাহিরডাঙ্গা গ্রামের পরিমল গোস্বামীর ছেলে। সে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলো।
জানা গেছে, বুধবার (১৫ মে) সকালে জয় গোস্বামী তার চাচার সাথে দেখা করার জন্য রূপগঞ্জ বাজারের উদ্দেশে বাসা থেকে বের হয়। পরে দুপুরে নড়াইল পৌরসভার রূপগঞ্জ এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের ৫ তলা থেকে জয় গোস্বামী ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নড়াইল সদর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।