‘গুজব ছড়িয়ে কোটাবিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা’
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে একটি স্বার্থান্বেষী গ্রুপ ভিন্ন খাতে পরিচালিত করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ষড়যন্ত্রকারী গ্রুপের সবার নামের তালিকা পেয়েছে ডিবি। শিগগিরই অভিযান চালানো হবে তাদের বিরুদ্ধে।
বুধবার (১৭ জুলাই) সকালে সংবাদমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অর্থ ও অস্ত্র দিয়ে গুজব ছড়িয়ে কোটাবিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চালাচ্ছে একটি গ্রুপ। যারা গুজব ছড়াচ্ছে ও অর্থ দিয়ে সহযোগিতা করছে, অতীতেও তারা ষড়যন্ত্র করেছে।
ডিবি প্রধান বলেন, যারা রাজনীতিকে ভিন্ন খাতে নেয়ার জন্য কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে রেলের স্লিপার তুলে ফেলছে, শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ,মেট্রোরেল বন্ধ করে দেয়ার চেষ্টা করছে তাদের সবার নাম পেয়েছি।
তিনি আরও বলেন, কয়েকদিন ধরে সাধারণ ছাত্ররা কোটাবিরোধী আন্দোলন করছিলো। সাধারণ ছাত্রদের ক্লাসে যাওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশনাকে উপেক্ষা করে একটি গ্রুপ বিভিন্ন জায়াগায় বসে সরকারবিরোধী স্লোগান দেওয়া শুরু করে।