ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে ৮৫ ভাগ শিল্প-কারখানা খোলা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি ছুটির দিনেও গাজীপুরের অধিকাংশ শিল্প কলকারখানা খোলা ছিল। তবে আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) কয়েকটি কারখানায় বেতন ভাতা ও ছুটিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে কারখানার শ্রমিকেরা। শ্রমিক বিক্ষোভে প্রায় এক ঘন্টা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

গাজীপুর শিল্প পুলিশের বেক্সিমকো জোনের সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ জানান, সোমবার সকালে মহা নগরীর কাশিমপুর এলাকায় বেঙ্গল পলিমার কারখানায় চাকরিচ্যুত শ্রমিকদের পুনঃ নিয়োগের দাবিতে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করে। এতে অনান্য শ্রমিকরা ও অশান্তি সৃষ্টি করতে চাইলে পুলিশের পাশাপাশি তাৎক্ষণিকভাবে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শিল্প পুলিশের শ্রীপুর জোনের ইন্সপেক্টর আ স ম আব্দুন নূর জানান, গাজীপুরের বাঘের বাজার এলাকার গোল্ডেন রিপিট, মণ্ডল মন্ডল গ্রুপ, এসএম নিট ওয়্যারসহ ওই এলাকার কয়েকটি কারখানা বন্ধ ছিল। তবে মেম্বারবাড়ি এলাকায় ছুটিসহ ৭দফার দাবিতে সিলকিন সুইং কারখানা শ্রমিকরা বিক্ষোভ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে এতে এক পাশ দিয়ে যান চলাচল করলেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর জেলা পুলিশের জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম জানান, সোমবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত দফায় দফায় শ্রমিকরা সড়কে এসে ভিক্ষোভ করে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিকদেরকে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয় আগামীকাল থেকে যথারীতি শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিবেন বলেও জানান তিনি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোঃ সারোয়ার আলম এর মোবাইলে বারবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান জানান, সোমবার জেলা ও মহানগর এলাকা জুড়ে ৮৫ শতাংশের মতো কলকারখানা খোলা ছিল। কারখানা এলাকায় নিরাপত্তা জোরদার করতে শিল্পপুলিশ সদস্যের সাথে বিজিপি ও সেনাবাহিনীর সদস্যরা একসাথে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজীপুরে ৮৫ ভাগ শিল্প-কারখানা খোলা

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

সরকারি ছুটির দিনেও গাজীপুরের অধিকাংশ শিল্প কলকারখানা খোলা ছিল। তবে আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) কয়েকটি কারখানায় বেতন ভাতা ও ছুটিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে কারখানার শ্রমিকেরা। শ্রমিক বিক্ষোভে প্রায় এক ঘন্টা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

গাজীপুর শিল্প পুলিশের বেক্সিমকো জোনের সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ জানান, সোমবার সকালে মহা নগরীর কাশিমপুর এলাকায় বেঙ্গল পলিমার কারখানায় চাকরিচ্যুত শ্রমিকদের পুনঃ নিয়োগের দাবিতে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করে। এতে অনান্য শ্রমিকরা ও অশান্তি সৃষ্টি করতে চাইলে পুলিশের পাশাপাশি তাৎক্ষণিকভাবে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শিল্প পুলিশের শ্রীপুর জোনের ইন্সপেক্টর আ স ম আব্দুন নূর জানান, গাজীপুরের বাঘের বাজার এলাকার গোল্ডেন রিপিট, মণ্ডল মন্ডল গ্রুপ, এসএম নিট ওয়্যারসহ ওই এলাকার কয়েকটি কারখানা বন্ধ ছিল। তবে মেম্বারবাড়ি এলাকায় ছুটিসহ ৭দফার দাবিতে সিলকিন সুইং কারখানা শ্রমিকরা বিক্ষোভ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে এতে এক পাশ দিয়ে যান চলাচল করলেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর জেলা পুলিশের জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম জানান, সোমবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত দফায় দফায় শ্রমিকরা সড়কে এসে ভিক্ষোভ করে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিকদেরকে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয় আগামীকাল থেকে যথারীতি শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিবেন বলেও জানান তিনি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোঃ সারোয়ার আলম এর মোবাইলে বারবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান জানান, সোমবার জেলা ও মহানগর এলাকা জুড়ে ৮৫ শতাংশের মতো কলকারখানা খোলা ছিল। কারখানা এলাকায় নিরাপত্তা জোরদার করতে শিল্পপুলিশ সদস্যের সাথে বিজিপি ও সেনাবাহিনীর সদস্যরা একসাথে কাজ করছেন।