গাছে ঝুলন্ত মরদেহ, ৯৯৯-এ কল দিয়ে পুলিশে খবর
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জে আটোরিক্সা চালকসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে কলাতিয়া ইউনিয়নের বেলনা থেকে রকি (২১) নামে অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ ও শাক্তা ইউনিয়নের নুরন্ডী মোড় থেকে নাজমুল ইসলাম রেজওয়ান (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুলাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, বেলনা শুটকির টেক এলাকায় একটি গাছের সাথে ঝুলন্ত মরদেহ দেখে ৯৯৯ কল করলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহত রকি কলাতিয়া ইউনিয়নের নারায়নপট্টি গ্রামের মৃত লালন মিয়ার ছেলে।। তিনি পেশায় একজন অটোরিক্সা চালক ছিলেন। সম্ভবত অটোরিকশা ছিনতাই করার সময় বাধা দেওয়ায় তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহিদুল ইসলাম জানান, কলাতিয়ার শুটকিরটেক এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুলাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে, শাক্তা ইউনিয়নের নুরন্ডী মোড় থেকে নাজমুল ইসলাম রেজওয়ান নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ্।
কেরানীগঞ্জ মডেল থানার এস আই হুমায়ন জানান, এলাকাবাসী নুরন্ডীর মোড়ে রাস্তার পাশে কিশোরের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ যেয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের বাবার নাম মো. আ. কালাম। তার বাড়ি রাজধানীর হাজারীবাগ এলাকায়। ধারনা করা হচ্ছে তাকে ডেকে এনে হত্যা করে মরদেহ ফেলে যায়।