গাইবান্ধায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পুরাতন পরিত্যক্ত ভবনটি অপসারণ এবং নতুন ভবন নির্মাণ করে প্রান্তিক জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ আগষ্ট) সকাল ১০টায় সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে উপজেলার বাগদা বাজারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, কাঁঠালবাড়ি মোস্তাফিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া ইসলাম জুয়েল, বোগদহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, বোগদহ ইসলামিয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, বগুলাগাড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহ শিক্ষক (অবঃ) আব্দুল মান্নাফ তালুকদার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট মোঃ সাইফুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম প্রমুখ।