গাইবান্ধায় যানজট নিরাসনে ছাত্র-ছাত্রীরা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলার ব্যস্ততম মহাসড়ক ঢাকা রংপুর মহাসড়ক জেলার মোট ৩২ কিঃমিঃ দৈর্ঘ্য যাহা জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলার উপরে অবস্থান। এ মহাসড়কের দুইটি গুরুত্বপূর্ণ পয়েন্ট গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী।
দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক বিভাগের কর্ম বিরতিতে স্বাভাবিক জনসাধারণের চলাচল ও যোগাযোগ নিশ্চিতকরণের জন্য এই দুই উপজেলার প্রাণকেন্দ্রে গত দুদিন হতে ছাত্র ছাত্রীগণ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি গত কাল হতে আনসার ভিডিপির সদস্য এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সদস্যগণ যানজট নিরসনে কাজ করা শুরু করেছে।
এ চিত্র ৯ ই আগস্ট দুপুরে পলাশবাড়ী চৌমাথায় দেখা যায়। অপরদিকে এদিন ইসলামি আন্দোলন বাংলাদেশ গোবিন্দগঞ্জ শাখার নেতা-কর্মী যানজট নিরসনে গোবিন্দগঞ্জ এলাকায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল অচল অবস্থা থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং আগামীকাল হতে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে। চলমান পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছে সুধীমহল ।