গাইবান্ধায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
শাহ্ জাফর সাদী (রহঃ) নূরানী হাফিজিয়া ক্বওমী মাদরাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাদ আছর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক ভোরের আকাশের গাইবান্ধা জেলা প্রতিনিধি রিফাতুন্নবী রিফাতের সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন মাদরাসার খতিব ইমাম মোঃ সাদ্দাম হোসেন।
উল্লেখ্য, দৈনিক ভোরের আকাশের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করতেন আল ইসলাম কায়েদ। গত বৃহস্পতিবার মাগরিবের আযানের সময় তিনি বাসায় পৌঁছান তখন তার নাক থেকে রক্ত দেখতে পান তার কন্যা। তৎক্ষণাৎ একটানা ১০ থেকে ১৫ মিনিট প্রচন্ড রকমের রক্তবমি করতে থাকে। এরপর তাকে দ্রুত ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইল নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মুগদা জেনারেল হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে নিলে আনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।