ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গরু ব্যবসায়ীকে অপহরণ: মূল অপহরণকারীসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৩১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে গরু ব্যবসায়ীকে অপহরণের ১১ মাস পর অপহরণকারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-মূল অপহরণকারী মোতালেব খন্দকার (৪২),আলতাফ হোসেন (৫৬) ও মোজাফ্ফর হোসেন (২৫)।

গ্রেফতারকতৃদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি কার ও ভুয়া নিয়োগ বাণিজ্যের কাগজপত্রসহ বেশ কয়েকটি মোবাইল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।

প্রেসব্রিফিংয়ে জানানো হয়েছে, ২০২৩ সালের ২২ মার্চ দুপুর ২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের সেত্তাজ আলীর ছেলে গরু ব্যবসায়ী সাদিকুল ইসলাম গরু কেনার উদ্দেশ্যে হাট যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার বিশ্বরোড মোড় থেকে তাকে অপরহণ করা হয়। পরে দু’দফায় মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকা আদায় করে পরদিন সকালে রাজশাহীর বানেশ্বর এলাকায় ছেড়ে দেয় অপহরণকারীরা।

এ ঘটনায় সাদিকুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করে। আদালত মামলার রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যদার একজন পুলিশ কর্মকর্তাকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম মামলার অধিকতর তদন্ত করতে গিয়ে অপহরণকান্ডের জট উদঘাটন করেন ও অপহরণকারীদের গ্রেফতার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গরু ব্যবসায়ীকে অপহরণ: মূল অপহরণকারীসহ গ্রেফতার ৩

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে গরু ব্যবসায়ীকে অপহরণের ১১ মাস পর অপহরণকারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-মূল অপহরণকারী মোতালেব খন্দকার (৪২),আলতাফ হোসেন (৫৬) ও মোজাফ্ফর হোসেন (২৫)।

গ্রেফতারকতৃদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি কার ও ভুয়া নিয়োগ বাণিজ্যের কাগজপত্রসহ বেশ কয়েকটি মোবাইল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।

প্রেসব্রিফিংয়ে জানানো হয়েছে, ২০২৩ সালের ২২ মার্চ দুপুর ২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের সেত্তাজ আলীর ছেলে গরু ব্যবসায়ী সাদিকুল ইসলাম গরু কেনার উদ্দেশ্যে হাট যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার বিশ্বরোড মোড় থেকে তাকে অপরহণ করা হয়। পরে দু’দফায় মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকা আদায় করে পরদিন সকালে রাজশাহীর বানেশ্বর এলাকায় ছেড়ে দেয় অপহরণকারীরা।

এ ঘটনায় সাদিকুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করে। আদালত মামলার রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যদার একজন পুলিশ কর্মকর্তাকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম মামলার অধিকতর তদন্ত করতে গিয়ে অপহরণকান্ডের জট উদঘাটন করেন ও অপহরণকারীদের গ্রেফতার করেন।