গরুবাহী ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়ায় ট্রাকের ধাক্কায় শিশুসহ প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরো ৩ জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) গভীর রাতে বাগুটিয়াস্থ বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আব্দুল্লাহ আল অক্ষর (৬) ও হুসইনে আরা (৬৮) এবং আবুল হোসেন(৩৮)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, দুটি প্রাইভেটকার ময়মনসিংহের দিকে যাচ্ছিলো। পপথিমধ্যে বাগুটিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গরুবাহী একটি ট্রাক প্রথমে সামনের প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি পাশের খাদে পড়ে যায়। একই সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা প্রাইভেটকারটিকেও ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ তিনজন মারা যায়।