খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১১৩ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন খালেদা জিয়া। দুপুরে কারওয়ান বাজারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালায়।
মামলার এজাহারে হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়।
মামলায় অর্থদাতা হিসেবে সাত জনের নাম উল্লেখ করা হয়। আর হামলাকারী হিসেবে উল্লেখ করা হয় ১০১ জনের নাম । একই সাথে অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৭০০ জন দুর্বৃত্ত ও হামলাকারীরা এ ঘটনায় অংশ নেয় ।